এবারের অস্কারে আসরে উপস্থাপকের দেখা মিলতে পারে!

নিউজডেস্ক২৪: আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে এবারের অস্কার আসর এবং ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এই আসরটি ঘিরে এরইমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। মনোনয়ন থেকে শুরু করে উপস্থাপক নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। গত তিন আসরে করোনার কারণে উপস্থাপকের ভূমিকায় কাউকে দেখা না গেলেও এবারের আসরে উপস্থাপকের দেখা মিলতে পারে!—এমন দাবি করেছে এবিসি গণমাধ্যমটি।
এবিসি এন্টারটেইনমেন্ট ও হুলু ওরিজিনালের প্রেসিডেন্ট ক্রেইগ এরউইচ গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, অস্কারে উপস্থাপক ফিরছে। তবে কে উপস্থাপনা করছেন, তা জানা যাবে শিগগিরই।