বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৩ ক্রিকেটার

নিউজডেস্ক২৪: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসর বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশের তিন পেসারের। অভিজ্ঞ দুই টাইগার আল-আমিন হোসেন ও শফিউল ইসলামের সাথে আছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার রিপন মণ্ডল।
আল-আমিন ও শফিউল অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রিপনের অভিজ্ঞতা নেই স্বীকৃত টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলার।
২১ আগস্ট পর্যন্ত সুযোগ আছে বিগ ব্যাগের বিদেশি ক্রিকেটারদের ড্রাফট তালিকায় নাম তোলার। ৩ আগস্ট পর্যন্ত তালিকায় আছেন ১৬৯ জন। সেখানে নাম বাংলাদেশের তিনজনের।
প্লেয়ার্স ড্রাফট থেকে দলগুলো খেলোয়াড় টানবে ২৮ আগস্ট। বাংলাদেশ থেকে শুধুমাত্র সাকিব আল হাসানের বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতা আছে।